বাজার গত তিন-চার বছরের চেয়ে ভালো - কাজী আইনুল হক

March 14, 2019

image

আগে অল্প সুদে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ সুবিধা পাওয়া যেত। তাই মধ্যবিত্তরা ফ্ল্যাটের বাজারে ছিল। কিন্তু এখন সেই ঋণ সুবিধা বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে ফ্ল্যাটের বাজারে মধ্যবিত্তরা নেই। যাঁরা আছেন তাঁরা সবাই উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। তারপরও বাজার গত তিন-চার বছরের চেয়ে ভালো এখন। তবে কাঁচামালের দাম বেশি হওয়ায় কম দামে ফ্ল্যাটে বিক্রি সম্ভব নয়। এ ছাড়া আরও একটা বিষয় আছে এর সঙ্গে। একটি প্রকল্পে যদি ৫০০-এর ওপর ফ্ল্যাট করা যায়, তাহলে কম দামে ফ্ল্যাট বিক্রি সম্ভব। কারণ তখন প্রকল্প বড় হওয়ায় ফ্ল্যাটপ্রতি খরচ কমে যায়। কিন্তু ৪০-৫০ টি ফ্ল্যাটের প্রকল্পে খরচও বেশি পড়ে। এটাও একটা বড় সমস্যা।

আমাদের ১১টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। সব প্রকল্পই চট্টগ্রামে। এর মধ্যে একটি বাণিজ্যিক, আরেকটি বাণিজ্যিক কাম আবাসিক। বাকি নয়টিই আবাসিক। মেলা উপলক্ষে কিছু ছাড় তো থাকবেই।

Get In Tuch

Equity Point, Prabartak Circle

Chittagong 4203, Bangladesh

tel: +88-02334451631, 02334451633, +8801833 105885

email: info@equity.com.bd